English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৭ ১১:২০

কোস্টারিকায় হাঙরের আক্রমণে মার্কিন পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক
কোস্টারিকায় হাঙরের আক্রমণে মার্কিন পর্যটকের মৃত্যু

কোস্টারিকার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের অদূরে হাঙরের আক্রমণে মার্কিন এক নারী পর্যটক (৪৯) নিহত হয়েছে।

হাঙরের আক্রমণে কোস্টারিকার ২৬ বছর বয়সী এক গাইডও মারাত্মকভাবে আহত হয়েছে। ওই গাইড আমেরিকানসহ একটি পর্যটক গ্রুপকে নেতৃত্ব দিচ্ছিল। পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে পাঁচ শ কিলোমিটার দূরে কোকো দ্বীপের অদূরে ন্যাশনাল পার্কে সার্ফেসিংয়ের সময়ে তারা হাঙরের আক্রমণের শিকার হন। ঢাকাপোস্ট/০৪ডিসেম্বর/এবি