English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫০

এশিয়াজুড়ে দেখা মিলবে ‘সুপারমুন নাইট’ ‍

অনলাইন ডেস্ক
এশিয়াজুড়ে দেখা মিলবে ‘সুপারমুন নাইট’ ‍

বিশ্বে নানা সময় বিভিন্ন স্থান থেকে সুপারমুন বা পূর্ণচন্দ্র দেখতে পাওয়া যায়। আজ রোববার বিশ্বের বেশ কয়েকটি দেশে তেমনই ‘সুপারমুন’ দেখা যাবে স্বাভাবিকের তুলনায় ১৪ গুণ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদ। রোববার রাতেই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে চন্দ্র উপগ্রহটি। তাই পৃথিবী থেকে দৃশ্যমাণ হবে মহাজাগতিক এক সৌন্দর্য। আজ পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব থাকবে ৩ লাখ ৮৪ হাজার ৪০৪ কিলোমিটার।

বাংলাদেশসহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশেই দেখা যাবে সুপারমুন। এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি এলাকায় এই প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করা যাবে। 

চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। শেষবার ‘সুপারমুন’ দেখা যায় ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এদিকে বিজ্ঞানীরা জানিয়েছেন্, আগামী সোম, মঙ্গল বা সামনের দু’তিনদিন প্রায় একই আকার ও উজ্জ্বলতায় ধরা দেবে চাঁদ।

 

সুূত্র : সিএনএন