English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ১৫:৪৪

শীঘ্রই চীন সফরে যাবেন সু চি

অনলাইন ডেস্ক
শীঘ্রই চীন সফরে যাবেন সু চি

রাখাইন রাজ্যের রোহিঙ্গা সঙ্কট নিয়ে সমালোচনার মধ্যেই খুব শীঘ্রই চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।

সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান চীন সফর করেন। চীনের সরকার এই তথ্য নিশ্চিত না করলেও মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

অবশ্য এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, ‘আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না বিশ্বের রাজনৈতিক নেতাদের নিয়ে এক আলোচনার আয়োজন করেছে। এতে রাজনৈতিক নেতাদের দায়িত্ববোধ নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে কারা থাকবেন সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই’। 

জানা যায়, ১২০টি দেশের ২০০টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ আলোচনায় অংশ নেবেন।