English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৭ ০৩:৪৮

চীনে ট্রাম্প: ৯০০ কোটি ডলারের চুক্তি

অনলাইন ডেস্ক
চীনে ট্রাম্প: ৯০০ কোটি ডলারের চুক্তি

চীনের সাথে ৯০০ কোটি ডলারের চুক্তি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার বিকেলে চীনে পৌঁছান তিনি। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও ফার্স্ট লেডি পিয়েং লিউয়ান বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রায় ২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মোট আর্থিক মূল্য ৯০০ কোটি ডলার। তবে এই চুক্তিগুলো সম্পর্কে বিসন্তারিত জানানো হয় নি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস এবং চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং। ওয়াং ইয়াং এই চুক্তিগুলোকে বৃহস্পতিবার দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের আগের ‘উষ্ণতা’ বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার বড় আকারের আর্থিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। যেগুলোর মধ্যে থাকবে প্রাকৃতিক গ্যাস ও সয়াবিন রপ্তানি। সিএনএন