English Version
আপডেট : ৭ নভেম্বর, ২০১৭ ০৭:৩৬

স্বামীর পরকীয়া প্রকাশ্যে আসতেই তাণ্ডব স্ত্রীর, বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
স্বামীর পরকীয়া প্রকাশ্যে আসতেই তাণ্ডব স্ত্রীর, বিমানের জরুরি অবতরণ

বিমানে এক নারী জানতে পারেন, তাঁর স্বামীর সঙ্গে অন্য কোনো নারীর সম্পর্ক রয়েছে। ব্যাস! তারপর এমন গোলমাল শুরু করলেন ‌যে বিমানের অভিমুখ ঘুরিয়ে শেষপ‌র্যন্ত জরুরি অবতরণ করাতে হলো।

রবিবার দোহা থেকে বালি ‌যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, বিমানে এক ইরানি নারী তাঁর ঘুমন্ত স্বামীর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাঁর মোবাইল খুলে ফেলেন। আর তারপরই বুঝতে পারেন যে তাঁর স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক রয়েছে।

এরপর সেই নারীকে আর দেখে কে! স্বামীর কীর্তি জানতে পেরেই তুমুল চিৎকার জুড়ে দেন ওই নারী। স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই শান্ত করা ‌যায়নি তাঁকে। এর মধ্যে আবার একটু নেশাও করে ফেলেছিলেন ওই নারী। ঝগড়া মেটাতে শেষে এগিয়ে আসেন বিমান সেবিকারা।

তাঁদের কথাও কানেই তোলেননি রাগে আগুন ওই নারী। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে বিমানটিকে চেন্নাই বিমান বন্দরে জরুরি অবতরণ করান বিমানচালক।

সেখানেই ওই নারী, তাঁর স্বামী ও সন্তানকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের কুয়ালালামপুরের বিমানে তুলে দেওয়া হয়। সূত্র: ইন্টারনেট