English Version
আপডেট : ৫ নভেম্বর, ২০১৭ ০৭:৪৭

সৌদি আরবে বিমান বন্দর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ

অনলাইন ডেস্ক
সৌদি আরবে বিমান বন্দর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: হুতি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরকে লক্ষ্য করে ওই মিসাইল নিক্ষেপ করেছে বলে খবরে প্রকাশ। সৌদি আরবের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার রিপোর্টে এ খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, স্বল্পপাল্লার মিসাইলগুলো আকাশে ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। এতে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় মালিকানাধীন আল ইখবারিয়া টিভি বলছে, শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহিদের চালানো ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দেশটির বিমান বাহিনী। মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে একটি অপেশাদার ভিডিওতে দেখা গেছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বিস্ফোরিত হয়েছে। যার ৫টি খন্ড মাটিতে আছড়ে পড়ে গর্তের সৃষ্টি করেছে।

এর আগেও হুতি বিদ্রোহীদের মিসাইল ধ্বংস করেছে সৌদি আরব। তাদের বেশ কিছু স্কাড মিসাইল রয়েছে।

২০১৫ সালের মার্চে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।