English Version
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৭ ১০:১৯

হাসপাতালে সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক
হাসপাতালে সোনিয়া গান্ধী

অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। কংগ্রেস সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) ছুটি কাটাতে শিমলায় গিয়েছিলেন সনিয়া। সেখানেই পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। পরে এয়ার-অ্যাম্বুল্যান্সে করে দিল্লিতে নিয়ে এসে ভর্তি করা হয় গঙ্গারাম হাসপাতালে।

হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা বিবৃতিতে জানান, শুক্রবার বিকেল পাঁচটায় সনিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি পেটের গণ্ডগোলে ভুগছেন। পর্যবেক্ষণে রাখার জন্যই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে।

রাহুল গান্ধী ট্যুইট করে জানান, মা শিমলাতে ছিলেন। পেটের গণ্ডগোল হওয়ায় আমরা তাকে ফিরিয়ে এনেছি। চিন্তার কোনও কারণ নেই। উনি এখন অনেকটাই ভাল রয়েছে। সকলের উদ্বেগ ও ভালবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন রাহুল।