English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৭ ১৮:০৪

ভারতে ভ্রমণ নিরাপদ নয়, পর্যটকদের সতর্ক করলো সুইশ সরকার

অনলাইন ডেস্ক
ভারতে ভ্রমণ নিরাপদ নয়, পর্যটকদের সতর্ক করলো সুইশ সরকার

ফতেপুর সিক্রিতে সুইস দম্পতিকে মারধরের ঘটনার জের৷ ভারত ভ্রমণের ওপর সতর্কতা জারি করল সুইজারল্যান্ড সরকার৷ ইতিমধ্যেই ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ ঘটনার কড়া নিন্দা করে ভারতের বিদেশমন্ত্রক পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ তবে তাতে সন্তুষ্ট নয় সুইশ সরকার৷

সুইশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে ভ্রমণ করা নিরাপদ নয়৷ বিদেশী পর্যটকদের সুরক্ষার অভাব রয়েছে ভারতে৷ সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ একটি নির্দেশিকা জারি করা হয়েছে পর্যটকদের জন্য৷ বলা হয়েছে শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনা ভারতে ক্রমশ বাড়ছে৷ তাই কোনওভাবেই মহিলা পর্যটকদের জন্য সুরক্ষিত নয় ভারত৷ মূল আক্রমণ আসছে বিদেশীদের ওপর৷ বিশেষ করে মহিলা পর্যটকরা যদি মহিলা দলের সঙ্গেই ভ্রমণ করেন, তবে বিপদের আশঙ্কা থাকছে৷ তবে সঙ্গে পুরুষ থাকলে, বিপদের আশঙ্কা তুলনামূলক ভাবে কম৷ যদিও বিপদ ঘটতেই পারে৷ তাই সতর্ক থাকা প্রয়োজন৷

মহিলাদের নিরাপত্তা ছাড়াও, বিদেশী পর্যটকদের সঙ্গে আর্থিক প্রতারণা, ছিনতাই, পরিবহণ সমস্যার মত ইস্যুও তুলে ধরা হয়েছে সতর্কবার্তায়৷ এর ফলে বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে গেল৷

প্রসঙ্গত, ২২ অক্টোবর বেলা ১টা নাগাদ ফতেপুর সিক্রি ঘুরতে আসা এক সুইস যুগলের ওপর নৃশংস হামলা চলে। কয়েকজন পথচারী সেই ঘটনার ছবি মোবাইলে ক্যামেরাবন্দিও করে৷ ঘটনাস্থলে সিসিটিভি না থাকায় মোবাইলের ছবির ওপরেই ভরসা করতে হয় পুলিশকে৷ ধৃতরা ৫ জনই আগ্রার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, স্নায়ুর সমস্যা থাকা এক কিশোর ওই বিদেশি দম্পতির ওপর পাথর ছুঁড়তে শুরু করে। পরে জানা যায়, সুইস মহিলার সঙ্গে সেলফি তোলার জন্য জোরজবরদস্তি করছিল অভিযুক্তরা। তাতে তিনি রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয়। ঘটনা জানাজানি হতে অভিযুক্তরা পালিয়ে যায় কোটায়। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।