English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৩:১৭

জাপানে টাইফুন ল্যানের আঘাত, নিহত বেড়ে ৫

অনলাইন ডেস্ক
জাপানে টাইফুন ল্যানের আঘাত, নিহত বেড়ে ৫

জাপানে টাইফুন ল্যানের ছোবলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। সোমবার ভোরে উত্তর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সামুদ্রিক ঝড়টি আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগে দেশটির মধ্যাঞ্চলে এটি আঘাত হানে। এতে ব্যাপক বৃষ্টি ও ঝড় বয়ে যায়।

দেশটির নির্বাচনের মুহূর্তে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের দাপটে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। তবে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পূর্বপ্রস্তুতি থাকায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়েছে, ল্যানের আঘাতে শিজুওকা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, টোকিও শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে টাইফুনটি আঘাত হানে। টাইফুনের সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি শিজুওকার ওপর আছড়ে পড়ে। প্রবল জলোচ্ছ্বাসে অনেক এলাকায় ডুবে যায়, বাতাসের প্রচণ্ড গতিবেগে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।

এদিকে, টাইফুনের কারণে সোমবার বিমানের প্রায় ৩শ ফ্লাইট বাতিল করা হয়। এরআগে রোববারও প্রায় ৫শ ফ্লাইট বাতিল করা হয়েছিল। এছাড়া অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল সড়ক ও রেল যোগাযোগ।