English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৮:৩৫

লাস ভেগাসের নিহতদের স্মরণে আইফেল টাওয়ারের আলো নিভানো হল

অনলাইন ডেস্ক
লাস ভেগাসের নিহতদের স্মরণে আইফেল টাওয়ারের আলো নিভানো হল

আইফেল টাওয়ারের আলো নিভিয়ে সোমবার লাস ভেগাস ও মার্সেলিতে হামলায় নিহতদের স্মরণ করা হয়। লাস ভেগাসে একটি কনসার্টে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বর্বরতম ও ভয়াবহ হামলার ঘটনা। এর আগে রোববার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরী মার্সেলির প্রধান রেল স্টেশনের বাইরে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হন। ইসলামিক স্টেট গ্রুপ উভয় হামলার দায়িত্ব স্বীকার করেছে। ‘আমরা ঐক্যবদ্ধ’ উল্লেখ করে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো লিখেছেন, ‘মার্সেলি ও লাস ভেগাসে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে রাখবো।’