English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৭:৪৬

চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন মার্কিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন মার্কিন বিজ্ঞানী

প্রাণীদেহের গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করে সাফল্য লাভ করায় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতে নিলেন তিন মার্কিন বিজ্ঞানী। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে জেফ্রি সি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ডব্লিউ ইয়ংয়ের নাম ঘোষণা করে।

মানুষের দেহের অভ্যন্তরের দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন করে সম্মানজনক এ পুরস্কার অর্জন করলেন।

এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই তিন বিজ্ঞানী ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে। সূত্র : গার্ডিয়ান