English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৫:২৮

আমেরিকার কনসার্টে হামলা, নিহত ২০, আহত ১০০

অনলাইন ডেস্ক
আমেরিকার কনসার্টে হামলা, নিহত ২০, আহত ১০০

আমেরিকার লাস ভেগাসে আয়োজিত সঙ্গীত উৎসবের একটি কনসার্টে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ হামলা ১০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার রাত ১০-টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সোমবার সকালে পুলিশ জানায়, হামলাকারী লাস ভেগাসেরই বাসিন্দা। তবে বিস্তারিত কিছু তারা জানায়নি।

প্রায় এক ঘণ্টা এলোপাতাড়ি গুলি ছোড়ার এক পর্যায়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। লাস ভেগাসের মেট্রো পুলিশ শেরিফ জোসেফ লোম্বার্ডো বলেন, 'হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছে। নিহত হয়েছে ২০-এর বেশি। '  সূত্র : নিউ ইয়র্ক পোস্ট, ডেকান ক্রনিকল