English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:২৫

মিয়ানমারে সোয়াইন ফ্লুতে ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সোয়াইন ফ্লুতে ৩৮ জনের মৃত্যু

মিয়ানমারে সোয়াইন ফ্লু প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত ৩৮ জন মারা গেছেন বলে জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার। বুধবার দেশটির স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ২১ জুলাই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকে মৃতদের বেশিরভাগই ইয়াংগুন, আয়াওয়েডি এবং বাগো প্রদেশের বাসিন্দা।

তবে রোগাক্রান্তদের অনেককেই এখন হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মৌসুমি এই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবও দেশব্যাপী কমেছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, ২০০৯ এবং ২০১৬ সালে মিয়ানমার ব্যাপী এই রোগটি ছড়িয়ে পড়লেও অনেকেই রোগটি সম্পর্কে অবহিত ছিলেন না।