English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৫৩

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরেরর কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। ক্ষমতায় থাকাকালে কৃষকদের সহায়তার জন্য ৮ বিলিয়ন ডলারের ভর্তুকি কর্মসূচিতে তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টে শুনানির পর এই রায় ঘোষণা করেন। সিনাওয়াত্রা এক মাস আগে নাটকীয়ভাবে দেশ ত্যাগ করেছেন। তিনি সম্ভবত এখন দুবাইতে অবস্থান করছেন। ২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক বিদ্রোহ সংগঠনের এক সপ্তাহ আগে তিনি পদচ্যুত হন। সাবেক প্রধানমন্ত্রী ইংলাক তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন। এই রায়ের পর থাই জনগণ দুইভাগে বিভক্ত হয়ে গেছে। কেননা তিনি এখনো থাইল্যান্ডে দরিদ্র জনগোষ্ঠীর কাছে জনপ্রিয়। তার বিরোধী দলীয়দের মতে কৃষকদের সহায়তার জন্য ভর্তুকি কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন করার মতো নয়। কেননা এটি অতি ব্যয়বহুল একটি প্রকল্প এবং এতে দুর্নীতির যথেষ্ট সুযোগ রয়েছে।

সূত্র: বিবিসি