English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৩০

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজিল্যান্ডের দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে শক্তিশালী এ  ‍ভূমিকম্প আঘাত হানে।

এর কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কি.মি দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এতে ঘরবাড়ি কেঁপে উঠে।  

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কি.মি. গভীরতার এ ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে মেক্সিকোর ওই ভূমিকম্পে শেষ পর্যন্ত ১৩৯ জনের প্রাণহানি খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।