English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:১৮

উত্তর কোরিয়াকে ধ্বংস করার কথা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়াকে ধ্বংস করার কথা বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়াকে ধ্বংস করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা নেই। এসময় উত্তর কেরিয়ার একনয়ক কিম জং উনকে আবারও ‘রকেটম্যান’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বক্তব্যের শুরুতেই বিশ্বনেতাদের সামনে ট্রাম্প বলেন, ‘আমি সবসময় আমেরিকাকেই প্রথমে রাখবো এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় গুলো নিয়েই আমি আলোচনা করবো। সব দেশেরই তাই করা উচিৎ।’

তিনি বলেন, ‘আমেরিকায় আমরা কেউই একে অন্যের উপর আমাদের জীবনধারাকে চাপিয়ে দেইনা।’ আর এই মনোভবের জন্য মার্কিন স্বার্থ রক্ষায় অন্য দেশের উপরও তিনি কিছু চাপিয়ে দিতে চাননা বলে জানান। বক্তব্যে এরপরই আসে উত্তর কোরিয়া প্রসঙ্গ। এ প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প উত্তর কোরিয়াকে দোষী হিসেবে সাব্যস্থ করেন এবং এই রাষ্ট্রকে দূষিতদের দল হিসেবে আখ্যায়িত করেন।

উত্তর কোরিয়াকে সমূলে ধ্বংস করে দেওয়ার উপরই ট্রাম্প মত দেন। তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেন আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একঘরে করে দেওয়া হয়। দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিমকে রকেটম্যান সম্বোধন করে বলেন, ‘পারমানবিক অস্ত্রশস্ত্র নিয়ে তিনি আসলে আত্মঘাতী মিশনে নেমেছেন।’