English Version
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:০৪

জন্মদিনে বৃহত্তম বাঁধ উদ্বোধন মোদির

অনলাইন ডেস্ক
জন্মদিনে বৃহত্তম বাঁধ উদ্বোধন মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭তম জন্মদিন আজ রোববার। জন্মদিনের সকালে গুজরাটের নর্মদা নদীর ওপর তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের সবচেয়ে বড় বাঁধ সর্দার সরোভারের উদ্বোধন করেন তিনি।

সর্দার সরোভার উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান এই চারটি রাজ্য উপকৃত হবে। এরমাধ্যমে সেখানকার সেচ ব্যবস্থা উন্নতি হবে এবং ৪ হাজার একশ ৪১ কোটি ইউনিট জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে। বাঁধটির দৈর্ঘ্য ১.২ কিলোমিটার এবং গভিরতা ১৬৩ মিটার।

১৯৬১ সালে বাঁধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেই সময় থেকেই এই প্রকল্প নিয়ে বিস্তর জলঘোলা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন কমিটি তৈরি হয়। সমাজকর্মী মেধা পাটেকরসহ বহু পরিবেশবিদ এই প্রকল্পের বিরুদ্ধে সরব হন। ১৯৯৬ সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু চার বছর পরে কয়েকটি শর্তসাপেক্ষে ফের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করছে বিজেপি। সকালেই গান্ধীনগরে মা হীরাবেনের কাছে গিয়েছেন আশীর্বাদের জন্য। মায়ের সঙ্গে ২০ মিনিট সময় কাটানোর পর যান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বাঁধ উদ্বোধন করতে।