English Version
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:২২

জাপান ও ভারতকে বিশেষ বার্তা দিল চীন

অনলাইন ডেস্ক
জাপান ও ভারতকে বিশেষ বার্তা দিল চীন

জাপান ও ভারতের উদ্দেশে বিশেষ বার্তা দিল চীন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতে আসার দিনেই তারা বলল, ভারত ও জাপান যৌথভাবে কাজ করলে যেন জোট না বাধে। আবের ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে তার ভারত-প্যাসিফিক এলাকা নিয়ে আলোচনা হওয়ার কথা।

দক্ষিণ এশিয়া ও চীন সাগরে গত কয়েক বছর ধরেই আধিপত্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এই পরিস্থিতিতে আবের ভারত সফরে দু দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ১৫টি চুক্তি হয়েছে। ফলে চীনের অস্বস্তি বেড়ছে।

আবের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, আমরা সবসময় আঞ্চলিক দেশগুলির মধ্যে বিরোধের বদলে আলোচনার পক্ষে সওয়াল করি। জোট গড়ার বদলে এই দেশগুলির বোঝাপড়া বাড়ানো উচিত।

বুলেট ট্রেনের পাশাপাশি ভারতকে ইউএস-২ অ্যাম্পিবায়াস এয়ারক্র্যাফট বিক্রি করার বিষয়েও সম্মত হয়েছে জাপান। এই প্রথম কোনও দেশকে সামরিক সরঞ্জাম বিক্রি করছে জাপান। চীনও নয়াদিল্লি থেকে চেন্নাইয়ের মধ্যে উচ্চগতির ট্রেন চালানোর প্রকল্পে সামিল হওয়ার পরিকল্পনা করছে।

ভারত ও জাপানের এই ঘনিষ্ঠতাকে ভালভাবে নিচ্ছে না চীন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির বিরোধিতা করে বেল্ট অ্যান্ড রোড সম্মেলন বয়কট করে ভারত। জাপানের সঙ্গে মিলে আফ্রিকা, ইরান, শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিকাঠামো তৈরি করছে ভারত।