English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:৪৪

উত্তর কোরিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধ

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধ

উত্তর কোরিয়ার অফিসিয়াল চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব৷ ইউটিউবের সামাজিক নীতি ভঙ্গ করছে এই চ্যানেল, ফলে বন্ধ করা হল। এই বার্তা দিয়েই Uriminzokkiri চ্যানেলটি বন্ধ করলো। তবে চ্যানেল বন্ধ করা নিয়ে কোন বক্তব্য প্রকাশ করা হয়নি ইউটিউবের পক্ষ থেকে। কত দিন পর্যন্ত চ্যানেলটি বন্ধ থাকবে তাও জানান হয়নি।

উত্তর কোরিয়ার ওই চ্যানেলে নানা ধরনের মিসাইল উৎক্ষেপণ, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও শেয়ার করত পিয়ংইয়ং। তবে কিম সরকারের হিংসা থামাতে শনিবার তা বন্ধ করল ইউটিউব কর্তৃপক্ষ। 

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, স্বৈরাচারী প্রেসিডেন্ট কিম জং উন এই চ্যানেলের মাধ্যমে  উত্তর কোরিয়ার সামরিক শক্তির প্রদর্শন করতো এবং  বিভিন্ন সামরিক সম্ভার দেখানো হত। এক কথায় কিমের নীতি আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দিত এই ইউটিউব চ্যানেল। গত মাসে এই চ্যানেলে দেখানো হয়েছিল, উত্তর কোরিয়ায় পাঁচ দশক ধরে জীবিত অবস্থায় থাকার পরে প্রাক্তন মার্কিন সেনা জেমস জোসেফ ডার্সোনকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তিনি প্রেসিডেন্ট কিমের বশ্যতা স্বীকার করে নিয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার উত্তর কোরিয়া সবথেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী পরমাণু অস্ত্র পরীক্ষা করে। উত্তর কোরিয়ার দাবি এটি একটি হাইড্রোজেন বোমা, যা বেশি দূরত্বে যেতে পারে এমন মিসাইলে বহন করা যায়। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ভূগর্ভে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল।