English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৯

‘ট্রাম্প আমার কনে নন, আমি তার বর নই’

অনলাইন ডেস্ক
‘ট্রাম্প আমার কনে নন, আমি তার বর নই’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কনে নন এবং তিনি তার বর নন। সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকার করে এ কথা বলেন তিনি।

চীনে ব্রিকস সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্পের আচরণে এবং মস্কো-ওয়াশিংটন কূটনৈতিক টানাপড়েনে হতাশ হয়েছেন কিনা প্রশ্ন করা হলে এ জবাব দেন পুতিন। খবর পার্সটুডের।

এ প্রশ্নকে খুবই সাদাসিধা বলে নাকচ করে দেন তিনি। এরপর পুতিন সাংবাদিককে তিরস্কারের সুরে বলেন, “ট্রাম্প আমার কনে নন বা আমি তার কনে বা বর নই।”

মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার জাতীয় স্বার্থে কাজ করছেন একই ভাবে তিনিও রাশিয়ার স্বার্থে কাজ করছেন বলেও উল্লেখ করেন পুতিন। তিনি ট্রাম্পের বরাত দিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে কোনো ধরণের সমঝোতায় পৌঁছাতে পারেন।

এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্টের ইমপিচ করা হবে কিনা জানতে চাওয়া হলে তা নিয়েও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বললে সেটা পুরোপুরি ভুল হবে।