English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৭ ১২:১২

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে আটকা ৪০

অনলাইন ডেস্ক
মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৩, ধ্বংসস্তূপে আটকা ৪০

ভারতের মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন আরো প্রায় ৪০ জন।

বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভেনডি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় এনডিটিভি।

পুলিশ জানায়, ভবন ধসের পর চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন ৪০ জনের বেশি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবরে বলা হয়, ব্যস্ত বাজারের কাছে মওলানা শাখাওয়াত আলী রোডের ওই ভবটি পুরাতন ছিল। সেখানে দুই ডজনের বেশি মানুষ বসবাস করতেন।