English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১৪:৩৪

আফগানিস্তানে গাড়িবোমা হামলায, নিহত ১৩

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে গাড়িবোমা হামলায, নিহত ১৩

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে রোববার গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। 

গতকাল সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সেনা ও বেসামরিক লোকসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়। 

হেলমান্দের এক মুখপাত্র ওমর জোয়াক বলেন, বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের প্রাদেশিক রাজধানী লস্কর গাহ’র একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী বলেছে, তালেবানদের কাছ থেকে নাওয়া পুনরুদ্ধারের একমাস পর এই হামলা হল। এর আগেও, এখানকার পুলিশ দপ্তরের কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিলো।