English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৭ ১০:৫২

মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রাতভর গোলাগুলি

অনলাইন ডেস্ক
মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রাতভর গোলাগুলি

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন-নিপীড়ন বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে বাড়তে শুরু করেছে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ। এরই মধ্যে বিজিবি ও কোস্টগার্ড কয়েক দফায় প্রায় এ পর্যন্ত ৪০০ এর কাছাকাছি রোহিঙ্গা অবৈধভাবে অনুপ্রবেশকালে ফেরত পাঠিয়েছে। গতকাল দুপুরের দিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের কেন্দ্র করে গুলি ছুঁড়েছে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী বলে নিশ্চিত করেছেন বিজিবি। আর রাতে নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে রাতভর শোনা গেছে গুলির আওয়াজ। তবে এমন পরিস্থিতি সৃষ্টির কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে হাজার হাজার রোহিঙ্গা সীমান্তের জিরো পয়েন্টের দিকে অবস্থান করছে বলে জানা গেছে।

রোহিঙ্গা সহিংসতা নিয়ে টেকনাফের স্থানীয় সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, গতকাল দিনেও গুলির শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সন্ধ্যার কিছু পরেই ওই একই স্থানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মিয়ানমারের বুশিডং এলাকার একজনের সাথে কথা বলে জানা গেছে, রাতে সেখানে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে। তবে কোন আগুন দেখা যায়নি। মংদু শহরে কয়েকটি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে আগুন দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

নতুন করে নির্যাতন-নীপিড়নের ফলে আশ্রয় নিতে বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা করছে রোহিঙ্গা মুসলমানরা। গত তিনদিনে  কোস্টগার্ড সদস্যরা টেকনাফের পয়েন্ট দিয়ে ৬৭ জন রোহিঙ্গা-নারী পুরুষদের ফেরত পাঠায়। শুক্রবার প্রথম দফায় বিজিবি ১৪৬ জন ফেরত পাঠায়, পরের দিন পুলিশের সহায়তায় ১৭ জন  এবং গত রাতে উঁখিয়ার একটি রাস্তা থেকে ১৬৭ জনকে পুলিশ আটক করেছে। তাদের ফেরত পাঠানোর জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তের জিরো পয়েন্টে এখনো হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছে। মিয়ানমারের গোলাগুলির কারণে তাদেরকে সেখানে ফেরত পাঠানো যাচ্ছে না।