English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৪:২১

চীনে আকস্মিক বন্যায় নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক
চীনে আকস্মিক বন্যায় নিখোঁজ ৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার প্রদেশটির প্রচার দপ্তর জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওই ছয়জন নিখোঁজ হয়।

ইয়ানজি কাউন্টির নদীর পাশে অবস্থিত তাদের বাড়ি বন্যায় ধসে পড়লে তারা নিখোঁজ হয়। এছাড়া বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে জাওটং নগরীর ৮টি কাউন্টিতে প্রায় দেড় লাখ লোকের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

সূত্র: সিনহুয়া