English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ২১:৫৩

পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ

অনলাইন ডেস্ক
পাক-ভারত সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ

ফের কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ আরএস পুরা সেক্টরে লাইন অফ কন্ট্রোল বরাবর গোলা বারুদ ছোড়ে পাক সেনা৷ যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফে পালটা জবাব দেওয়া হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে। সংঘর্ষ বিরতির জেরে ভারতীয় এক জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সীমান্তে।

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান৷ গত সাত মাসে ২৮৫ বার সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে৷ ২০১৬ সালে সংখ্যাটা ছিল ২২৮৷ মঙ্গলবার পাকিস্তানের ছোঁড়া বারুদে উরি সেক্টরে এক মহিলা জখম হন৷ তার আগে শনিবার মেধার সেক্টরে সংঘর্ষ বিরতির জেরে ৪৫ বছর বয়সী এক মহিলা মারা যায়৷ ১৩ অগষ্ট লাইন অফ কন্ট্রোল বরাবর উত্তেজনার জেরে তিন জন ভারতীয় সেনা আহত হন।–কলকাতা২৪।

এদিকে ভারত-পাক সীমান্ত উত্তেজনার জেরে বুধবার দুই দেশের সেনা পুঞ্চ সেক্টরের চাকান-দা-বাগে ফ্ল্যাগ মিটিং করে৷ মিটিংটি ৫০ মিনিট স্থায়ী ছিল৷