English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১৪:২৯

কাশ্মীরে নাক গলাব না, বার্তা আমেরিকার

অনলাইন ডেস্ক
কাশ্মীরে নাক গলাব না, বার্তা আমেরিকার

 

সপ্তাহের শুরুতেই নয়া আফ-পাক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া নিয়ে তিনি এক হাত নিয়েছেন ইসলামাবাদকে। প্রত্যুত্তরে পাকিস্তান কিন্তু চাইছে নয়া মার্কিন নীতির সঙ্গেই কাশ্মীর সমস্যাকে জুড়ে দেওয়ার। তবে মার্কিন বিদেশ দফতরের তরফে সাফ জানানো হয়েছে, কাশ্মীর নিয়ে কোনও ভাবেই নাক গলাবে না আমেরিকা। তারা আগেও চাইত, এখনও চায়, ভারত-পাকিস্তান আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করুক। আফগানিস্তান নীতির সঙ্গে কাশ্মীরকে জোড়ার প্রশ্নই ওঠে না।

গত মঙ্গলবার আফগানিস্তান নিয়ে নতুন মার্কিন নীতির ঘোষণা করেছেন ট্রাম্প। আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে সেখানে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ভারত আর পাকিস্তানের নামও। এক দিকে, জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার জন্য যেমন তিনি ইসলামাবাদকে সরাসরি সতর্ক করেছেন, সেই সঙ্গেই নতুন আফগানিস্তান গড়ে তোলার ক্ষেত্রে ভারতের ভূমিকারও প্রশংসা করা হয়েছে। টিভি চ্যানেলে সম্প্রচারিত বার্তায় ট্রাম্প বলেছেন, ‘‘২০০১ সাল থেকে ভারত আফগানিস্তানকে প্রায় তিরিশ লক্ষ ডলার আর্থিক সাহায্য করেছে। আমরা তার প্রশংসা করি।

 

ভবিষ্যতেও আফগানিস্তানে নয়া পরিকাঠামো গঠনের জন্য ভারতকে পাশে পাওয়া যাবে বলে আমরা মনে করি। কারণ ওই এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের ভূমিকা অপরিহার্য।’’ ট্রাম্পের স্পষ্ট বক্তব্য, আফগানিস্তান নীতিতে সদর্থক ভূমিকা নিক ভারত।

সুত্রঃআনন্দবাজার