English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ১২:৩৯

মিয়ানমারের রাখাইন রাজ্যে ৫ পুলিশ সদস্যসহ নিহত ১২

অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে ৫ পুলিশ সদস্যসহ নিহত ১২

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। মিয়ায়নমারের সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার এক প্রতিবেদনে জানায়, জাতীয় পরামর্শক অং সান সুচির কার্যালয় থেকে দাবি করা হয়েছে, শুক্রবার ভোরে সীমান্তে অন্তত ২০টি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ১৫০ জন দুর্বৃত্ত।

 

পরে 'বাধ্য' হয়ে তার জবাব দেয় পুলিশ। দু'পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ব্রিটেনের সংবাদমাধ্যম এক্সপ্রেস জানায়, শুক্রবার ২৪টি সামরিক ঘাঁটি ও পুলিশ ফাঁড়িতে পরিকল্পিত হামলা চালায় দেড়শ সশস্ত্র মুসলিম। পরে তাদের অন্তত সাতজনকে গলা কেটে হত্যা করা হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।

 

ব্রিটেনের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত অক্টোবরে রাখাইন রাজ্যে দুর্বৃত্তদের হামলায় নয় পুলিশ সদস্য নিহত হন। তারই সূত্র ধরে রাখাইন রাজ্যের সাধারণ মানুষ হত্যা, ধর্ষণের শিকার হন। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। যার কারণে ৮৭ হাজার রোহিঙ্গা (রাখাইন রাজ্যের বাসিন্দাদের রোহিঙ্গা বলা হয়) বাংলাদেশে পালিয়ে আসে।