English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৭ ০০:৫৩

প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় কিশোরীর হাত কাটল যুবক!

অনলাইন ডেস্ক
প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় কিশোরীর হাত কাটল যুবক!
প্রতীকী ছবি

 

বেশ কিছু দিন ধরে ১৫ বছরের একটি কিশোরীকে উত্ত্যক্ত করতো এক যুবক। একদিন সুযোগ বুঝে কিশোরীকে কুপ্রস্তাব দেয় সে। সেই প্রস্তাবে গর্জে ওঠে ওই কিশোরী। আর তাতেই ক্ষিপ্ত হয় যুবক।

 

তাই, দিনদুপুরে জনবহুল বাজারের মধ্যেই ধারালো অস্ত্রের কোপে তরুণীর একটি হাত কেটে দিল সে। কোপ বসাতে যায় অন্য হাতেও। পরে আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিনোদ চৌরাসিয়া। পেশায় ঝালাইকর্মী।

 

বেশ কয়েক দিন ধরেই নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করত যুবক। ঘটনার দিন ওই কিশোরী বেলা ৩টার দিকে ফতেপুর সৈদরির কাছে একটি বাজারে যায়। সেখানেই যুবক বিনোদের দোকান। কিশোরীকে দেখে দোকান থেকে বেরিয়ে এসে তার পিছু নেয় বিনোদ। কিশোরীকে কুপ্রস্তাবও দেয়। কিন্তু তাতে রাজি হয়নি ওই কিশোরী। এতে প্রচণ্ড রাগে দোকান থেকে একটি তলোয়ার নিয়ে এসে ওই কিশোরীর উপর হামলা চালায় বিনোদ।

 

বাজারের মধ্যেই কুপিয়ে কিশোরীর একটি হাত কেটে ফেলে সে। পরে বিনোদকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এক প্রত্যক্ষ্যদর্শী অখিলেশ রাস্তোগির কথায়, ‘কিশোরীর একটা হাত কেটে মাটিতে পড়ে যায়। যন্ত্রণায় ছটফট করছিল মেয়েটি। অন্য হাতটি কাটতে গেলে লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে এবং মেয়েটিকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। ’

খেরির পুলিশ কর্মকর্তা এস চিনাপ্পা জানিয়েছেন, অত্যধিক রক্তক্ষরণের জন্য কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে খেরি জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে লখনউতে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর কথায়, ‘নির্যাতিতা ওই কিশোরীর শারীরিক অবস্থার উন্নতি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেরে ওঠার পর কিশোরীর জবানবন্দি নিয়েই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

সূত্র: আনন্দবাজার