English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৭ ১১:৫৮

চীনে টাইফুন ‘হ্যাটো’র আঘাতে নিহত ৫ আহত ১৫৩

অনলাইন ডেস্ক
চীনে টাইফুন ‘হ্যাটো’র আঘাতে নিহত ৫ আহত ১৫৩

উপকূলবর্তী হংকং-এ বড়ধরণের আঘাত হানে টাইফুন। পরপর ১০টি বিশাল ঝড় বয়ে যায় শহরের ওপর দিয়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, একেকটি ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৭ থেকে ১০৩ কিলোমিটার। ইতিমধ্যে শহরের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস কার্যালয়। এ ছাড়া বহুতল ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে শহরের বাসিন্দাদের। বাতিল করা হয়েছে ৪২০টি বিমান।

চীনের ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায়ই বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। দু’‌দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ম্যাকাও, হংকং–এর প্রায় সব হোটেল। অবস্থানরত পর্যটকদের হোটেল ছেড়ে বের হতেও নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।