English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১২:৫৮

হাসার সময়ে সতর্ক থাকুন, নইলে পরিণতি হবে এঁর মতোই মর্মান্তিক

বারান্দায় বসে বন্ধুর সঙ্গে দেদার আড্ডায় মেতেছিলেন শ্যারন। ছোটখাটো মজা, ঠাট্টা-তামাশার মধ্যে দিয়ে একটা সময় জোরে হাসতে শুরু করেন তিনি। তখনই ঘটে যায় বিপদ।
অনলাইন ডেস্ক
হাসার সময়ে সতর্ক থাকুন, নইলে পরিণতি হবে এঁর মতোই মর্মান্তিক

খোলামেলা হাসির জন্য প্রচুর তারিফ কুড়িয়েছেন? এই হাসিই কিন্তু আপনার কাল হতে পারে। কী পরিস্থির মধ্যে থেকে হাসছেন, সে বিষয়ে সতর্ক না থাকলে অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। সম্প্রতি এই শিক্ষাই দিয়ে গেলেন ৫০ বছরের শ্যারন রেজোলি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পেনসিলভেনিয়ার চার্লস আ হাসটন মিডল স্কুলের শিক্ষিকা ছিলেন শ্যারন। কয়েকদিন আগেই মেয়ের সঙ্গে মেক্সিকোয় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে যান তিনি। আর সেখানেই ঘটে অঘটন। অত্যাধিক জোরে হাসতে গিয়েই প্রাণ হারালেন এই শিক্ষিকা।

গত ১৪ অগস্টের ঘটনাটি ছিল অনেকটা এইরকম। এক বহুতলের উপরের বারান্দায় বসে বন্ধুর সঙ্গে দেদার আড্ডায় মেতেছিলেন শ্যারন। ছোটখাটো মজা, ঠাট্টা-তামাশার মধ্যে দিয়ে একটা সময় জোরে হাসতে শুরু করেন তিনি। হাসির ঠেলায় অসাবধানতাবশত বহুতলের উপর থেকে নীচে পড়ে যান তিনি। তাঁর ভাই ডেভিড রেজোলি জানিয়েছেন, ‘‘খুব জোরে হাসছিল দিদি। হাসতে হাসতে মাথা পিছনের দিকে যেতেই ব্যালেন্স হারিয়ে নীচে পড়ে যায়’’। শরীরের বিভিন্ন অংশ ও মস্তিষ্কেও গুরুতর চোট পান শিক্ষিকা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মৃতার ভাই আরও জানিয়েছেন, তাঁরা যেখানে আসর বসিয়েছিলেন, সেই জায়গাটি ছিল একেবারে খোলামেলা। ফলে সামান্য ব্যালান্স হারাতেই পড়ে যান শ্যারন।