English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৭ ১৮:২১

ভারত-চীনের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক
ভারত-চীনের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারত-মার্কিন সম্পর্ক বাড়লে আরও কোণঠাসা হয়ে পড়বে চীন। এমনই এক রিপোর্টে মতপ্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস। সংস্থাটির মতে, তাদের মতে, ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘর্ষ হতে পারে।

ডোকলাম নিয়ে সংঘাত মেটার এখনও কোনও লক্ষণ নেই। ১৫ অগস্ট লাদাখে চীনা সেনার অনুপ্রবেশ ও ধস্তাধস্তিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার এই রিপোর্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকেরা। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ‘চীন প্রসঙ্গে ভারত-আমেরিকার কৌশলগত বোঝাপড়া আরও বাড়াতে পারে ডোকলাম নিয়ে ক্রমবর্ধমান চাপা উত্তেজনা।’ তাদের মতে, এই সংঘাতের ফলে ভারত ও চীনের মধ্যে সরাসরি লড়াই হতে পারে।

মার্কিন রিপোর্টে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাগুলি দেখে মনে হচ্ছে দু’দেশের সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভারত-চীনের ২১৬৭ মাইল দীর্ঘ সীমান্তই শুধু নয়, এর ছাপ পড়বে গোটা দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর তীরবর্তী অঞ্চলগুলোতে।’