English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ১৫:৪০

মরক্কো উপকূলে ৬০০ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক
মরক্কো উপকূলে ৬০০ অভিবাসী উদ্ধার

স্পেনের কোস্ট গার্ড মরক্কো উপকূল থেকে ২৪ ঘণ্টায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে। বুধবার ১৫টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের ৩৫ জন শিশু একজন নবজাতক রয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেনের অবস্থাও গ্রিসের মতো হতে পারে। জাতিসংঘের মতে চলতি বছরেই এখন পর্যন্ত ৯ হাজার অভিবাসী স্পেনে এসেছে। গত বছরের তুলনায় যা প্রায় তিন গুণ। এই যাত্রায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ১২০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেন শরণার্থী আশ্রয়ের দিক দিয়ে গ্রিসকেও ছাড়িয়ে যাবে।

শরণার্থীদের বেশির ভাগই ছোট প্যাডেল বোটে করে ১২ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে আসছে। এর জন্য পাচারকারীদের অর্থ দিতে হচ্ছে তাদের।

কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্যানিশ কর্তৃপক্ষকে অবহিত করছে। গত বছর এক লাখের মতো অভিবাসী লিবিয়া থেকে ইতালি পাড়ি দিয়েছে। আইওএমের মতে, এই পথে মারা গেছেন ২২৪২ জন।