English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৭ ১৮:১২
মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা

ট্রাম্প পুত্র ও জামাতাকে সমন জারি

ট্রাম্প পুত্র ও জামাতাকে সমন জারি

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে গঠিত গ্র্যান্ড জুরি রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে গত বছরের জুনে ট্রাম্প পুত্র ও জামাতার বৈঠকের বিষয়ে জানতে সমন জারি করেছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র। খবর রয়টার্স ও বিবিসি।

সূত্র জানায়, নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা প্রমাণে গঠিত এ জুরির নেপথ্যে রয়েছেন বিচার বিভাগের বিশেষ পরামর্শক ও এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার। গ্র্যান্ড জুরি গঠনের মাধ্যমে রবার্ট মুলার নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করবেন।

গত বছর মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে মার্কিন গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে নির্বাচনে রাশিয়া অবৈধভাবে হস্তক্ষেপ করেছিল বলে জানানো হয়। এর পর অভিযোগ তদন্তে এ বছর মে মাসে মুলারের নেতৃত্বে বিশেষ তদন্ত কাউন্সিল গঠন করা হয়।

 

যদিও রাশিয়া ও ডোনাল্ড ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। অথচ নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন ট্রাম্প পুত্র। সে বৈঠকে তিনি একা নন, সঙ্গে ছিলেন ট্রাম্প জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক ম্যানেজার পল ম্যানাফোর্ট।

তবে বরাবরই নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ জানে আমাদের নির্বাচনী প্রচারণায় কোনো রাশিয়ার নাগরিকের সম্পৃক্ততা ছিল না। রাশিয়ার সাহায্য নিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হইনি। আমাদের বিজয় এসেছে আপনাদের হাত ধরে।’

এদিকে নবগঠিত, গ্র্যান্ড জুরি সামরিক-বেসামরিক প্রশাসনের বাইরে নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি দল, যারা কোনো একটি বিষয় তদন্তে বিশেষ গোপনীয়তা অবলম্বন করে। আলামতের পরীক্ষা-নিরীক্ষা, প্রসিকিউটারের তদন্তাধীন সম্ভাব্য অপরাধের তথ্য যাচাইবাছাই, নির্দিষ্ট ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হবে কি হবে না তা নিয়ে প্রস্তাব দেয় তারা।

 

এ জুরি তদন্তের আওতায় সংশ্লিষ্ট নথি চাইতে পারে, শপথের আওতায় সাক্ষ্য গ্রহণ করতে সন্দেহভাজনদের তলব করতে পারে। গ্র্যান্ড জুরি অপরাধের প্রমাণ পেলে দোষীদের বিচারের আওতায় আনার সুপারিশ করে।