English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৮:৪৫

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন ?

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন ?

নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর সবার আলোচনার বিষয়বস্তু এখন পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়ে। পানামা পেপার্স মামলায় আদালতের রায়ের পর নওয়াজ এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) পার্টি পরবর্তী প্রধানমন্ত্রী চূড়ান্ত করবে। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের নাম।

মেয়ে মারিয়াম নওয়াজই তার বাবা নওয়াজ শরিফের পরবর্তী রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়েছিলেন। তবে নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় এইবার তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না।

পাকিস্তানে কোনো বেসামরিক প্রধানমন্ত্রীই তার শাসনামলের পুরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেননি। নওয়াজ শরিফ নিজেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেও পুরো সময় এই পদে থাকতে পারলেন না।

তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব জানান, সুপ্রিম কোর্টের এ রায়ে নওয়াজ খুবই হতাশ হয়েছেন। তার দাবি, নওয়াজ শরীফ চতুর্থবারের মতও পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

সর্বোচ্চ আদালত দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার (২৮ জুলাই) পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ প্রধানমন্ত্রীর পদে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন।

রায়ের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজ শরীফের পদত্যাগের বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়। পানামা পেপারর্স কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের নাম থাকায় দীর্ঘ সময় ধরে তাদের বিরুদ্ধে চলছিল। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরীফ।

সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজাল খান বলেন, সংসদের একজন ‘সৎ সদস্য’ হিসেবে দায়িত্ব পালনের ‘যোগ্যতা’ নওয়াজ শরীফ হারিয়েছেন। এজন্যই প্রধানমন্ত্রীর পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সূত্র: ডন ও দ্য ন্যাশন