English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৭ ১১:১১

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ১৬ আরোহীর সকলেই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মিসিসিপির লেফ্লোর কাউন্টিতে নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। মিসিসিপির কাউন্টি এমার্জেন্সি ম্যানেজমেন্ট পরিচালক ফ্রেড র‌্যান্ডেলের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। র‌্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর আগে স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে বিমানটিতে আটজন আরোহী থাকার কথা জানিয়েছিলেন। তবে পরে ১৬ আরোহী থাকার খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। নৌবাহিনীর মুখপাত্র সারাহ বার্নস বলেন, ১০ জুলাই মার্কিন নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মিসিসিপি’র গভর্নর ফিল ব্রায়ান্ট। উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত বিমানগুলোর একটি এই কেসি-১৩০। -সূত্র: সিএনএন, এনবিসি নিউজ