English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৭ ১১:২৯

লন্ডনের ক্যামডেন লক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
লন্ডনের ক্যামডেন লক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

লন্ডনের উত্তরাঞ্চলে ক্যামডেন লক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপক বাহিনী। আজ সোমবার ভোরে লাগা এই আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লন্ডন ফায়ার ব্রিগেড সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটে জানায়, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিনির্বাপক বাহিনী এখনো পানি ছিটিয়ে যাচ্ছে।

এর আগে ওই টুইটে আরও জানানো হয়, ভবনটির দ্বিতীয়, তৃতীয় তলা ও ছাদে আগুন লাগে। ৭০ জনেরও বেশি অগ্নিনির্বাপককর্মী এবং ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি। বিবিসি এক খবরে জানায়, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কাছের ভবনগুলোতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নিয়ে কাজ করছেন ৭০ কর্মী। সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটির প্রথম থেকে ৩য় তলা এবং ছাদে আগুনের শিখা রয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, মার্কেটটির কয়েক তলায় আগুন ছড়িয়ে পড়েছে। মার্কেটে এক হাজারেরও বেশি দোকান রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আমি আগুন দেখেছি। আমরা রাস্তার কাছে থাকা ট্রাফিক পুলিশকে ডেকেছি। কারণ আগুন খুব বিপজ্জনক ছিল। বাতাসের কারণে আশপাশের এলাকাগুলোয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোয় রেস্তোরাঁ ও রান্নাঘর রয়েছে। আমরা ভয় পাচ্ছি, ভবনগুলো বিস্ফোরিত হতে পারে। অ্যাম্বুলেন্স সংস্থা বলছে, ঘটনাস্থলে চিকিৎসক দল ও হ্যার্জাডাস অ্যারিয়া রেসপন্স টিম পাঠানো হয়েছে। তবে তারা এখন পর্যন্ত আহত কাউকে পায়নি। মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে আছে। পুলিশের এক মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, ক্যামডেন লক মার্কেট পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। সেখানে প্রায় সহস্রাধিক দোকান রয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটে বর্তমানে প্রতিবছর ২৮ লাখ দর্শনার্থীদের সমাগম ঘটে।