English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১০:৪৭

বিশ্বের সেরা দেশের তালিকা থেকে নীচে নামল আমেরিকা

অনলাইন ডেস্ক
বিশ্বের সেরা দেশের তালিকা থেকে নীচে নামল আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসতেই কি ধাক্কা খেয়েছে আমেরিকার ভাবমূর্তি? প্রশ্নটা উঠছে সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট সামনে আসার পর। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের র‌্যাঙ্কিং নিয়ে এক সমীক্ষা চালায় ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট। সঙ্গী হিসাবে ছিল পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালেয়ের হোয়ার্টন স্কুল ও বিশ্বের অগ্রণী ব্র্যান্ড বিষয়ক পরামর্শদাতা বিএভি কনসালটেন্ট।  

ওই রিপোর্টে পৃথিবীর সেরা দেশের তকমা হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও বিশ্বের সেরা শক্তিধর হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে আমেরিকা। সমীক্ষায় পৃথিবীর সেরা দেশ হল সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের পরেই রয়েছে কানাডা ও ব্রিটেন।  

তালিকায় আমেরিকার স্থান হয়েছে সাত নম্বরে। গত এক বছরে ক্রমশ ট্রাম্পের দেশের ভাবমূর্তি ক্রমশই নেতিবাচক হয়েছে বলে দাবি ওই রিপোর্টে। অস্ট্রেলিয়াকে সরিয়ে কোনও ক্রমে সাত নম্বর জায়গাটি ধরে রেখেছে আমেরিকা।  

মার্কিন যুক্তরাষ্ট্রের আগে রয়েছে জার্মানি, জাপান ও সুইডেন। গত বছরেও চার নম্বরে ছিল আমেরিকা। যদিও সেরা শক্তিধর হিসাবে এখনও এক নম্বরে ট্রাম্পের দেশ। সে ক্ষেত্রে রাশিয়া, চিন, গ্রেট ব্রিটেন ও জার্মানির আগেই রয়েছে আমেরিকা।