English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১০:৪১

ইরানের নাগরিক ভেবে ভারতীয়কে গুলি

অনলাইন ডেস্ক
ইরানের নাগরিক ভেবে ভারতীয়কে গুলি

ইরানের নাগরিক ভেবে ভারতীয়কে গুলি করেছে আমেরিকার নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তা। গত বুধবার কানসাসের ওলাথ শহরের পানশালায় অ্যাডাম পিউরিনটন (৫১) নামের ওই মার্কিন নাগরিক দুইজনকে গুলি করেন। এতে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুন হন। 

ঘটনার পাঁচ ঘন্টার মাথায় অ্যাডাম পিউরিনটনকে মিসৌরি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বুধবার রাতে সহকর্মী আলোক মাদাসানিকে নিয়ে কানসাসের ওলাথের ওই পানশালায় যান শ্রীনিবাস কুচিভোটলা। আড্ডা দিচ্ছিলেন দু'জনে। এমন সময় অ্যাডাম পিউরিনটন তাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, 'আমার দেশ থেকে দূর হও'। এটা বলেই গুলি ছুঁড়েন তিনি।