English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৬

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান (৪৪) খুন হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশি-অধ্যুষিত ব্রঙ্কসে এই খুনের ঘটনা ঘটে। খবর এনওয়াই ডট নিউজের।

পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্রঙ্কসের নেক সেকশনে নিজ বাড়িতে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী তরুণ ব্যবসায়ী জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যায় প্রাথমিকভাবে তার বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ৫১ বছর বয়সী ওই বাড়ির মালিককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

নিহত জাকির খান একজন নিবন্ধিত ডেমোক্রেট সমর্থক ছিলেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষে জাকির তার ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে ছুরিকাঘাত করেন বাড়ির মালিক। জাকির মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির মালিক নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। পরে জাকিরকে উদ্ধার করে কাছের জ্যাকবি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান,  বাড়ি ভাড়া নিয়ে জাকিরের সঙ্গে মালিকের বছর খানেক ধরে বিরোধ চলছিল।

জাকিরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি। জাকির নিউইয়র্কে এসে পড়ালেখা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্রঙ্কসে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এদিকে জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত প্রবাসী বাংলাদেশি জ্যাকবি হাসপাতালে ভিড় করেন। কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

জাকিরের নিকট আত্মীয় সাইফুল চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য জাকিরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি নিউইয়র্কে দাফন হবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে জাকিরের ভাইদের সঙ্গে দেশে যোগাযোগ করা হচ্ছে।