English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:২৪

উত্তর কোরিয়ার নেতার ভাইকে মালয়েশিয়ায় বিষপ্রয়োগে হত্যা

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার নেতার ভাইকে মালয়েশিয়ায় বিষপ্রয়োগে হত্যা

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ান কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি। মালয়েশিয়ার পুলিশ শুধু বলেছে, গত সোমবার ম্যাকাও যাবার পথে বিমানবন্দরে অপেক্ষারত একজন কোরীয় নাগরিক অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

তবে ওই ব্যক্তি যে কিম জং-নাম সেটা নিশ্চিত করেনি তারা।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের বড় ছেলে কিম জং-নাম। নেতৃত্বের দৌড়ে ছোটভাই উনের সঙ্গে হেরে যাবার পর তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসেন।

দক্ষিণ কোরিয়া সরকারের একটি অজ্ঞাতনামা সূত্র কিম জং-নামের ‘হত্যার’ খবরটি প্রকাশ্যে আনে।

দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেল ‘চোসুন’ জানায় বিমানবন্দরে দুইজন নারী  কিম জং-নামকে বিষপ্রয়োগে হত্যা করে। ওই দুই নারী উত্তর কোরিয়ান বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কিম পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিষজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি