English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:০৯

পাকিস্তানে নিষিদ্ধ ‘ভ্যালেন্টান্স ডে’

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে নিষিদ্ধ ‘ভ্যালেন্টান্স ডে’

পাকিস্তানে ‘ভ্যালেন্টান্স ডে’ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। আবদুল ওয়াহিদ নামে এক ব্যক্তি করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে দেশটির হাইকোর্টে এই আদেশে দেন। একই সঙ্গে ওই দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’ নিয়ে জাতীয় গণমাধ্যমে এসব ধরণের সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শুনানি শেষে আদালত তার ব্যাখ্যা বলেন, ‘প্রেমের উৎসব ইসলাম বিরোধী’ এনিয়ে বাংলাদেশ ও ভারতের কট্টর হিন্দু এবং মুসলিম সংগঠনগুলি একাধিকবার ভ্যালেন্টান্স ডে–র তীব্র বিরোধিতা করেছেন। এটা বহুজাতিক সংস্থাগুলোর ব্যবসা বলেও মন্তব্য করেছেন আদালত।

গত সপ্তাহেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ রাজ্যে ‘বসন্ত উৎসব’ পালনের উপরে নিষেধাজ্ঞা জারি করেন দেশটির হাইকোর্ট। ওই উৎসবকেও ইসলাম–বিরোধী বলে ব্যাখ্যা করা হয়।

সূত্র : আজকাল

এএস