English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৪৮

মেয়ের স্বার্থে সরকারি টুইটার থেকে টুইট করে বিপাকে ট্রাম্প

অনলাইন ডেস্ক
মেয়ের স্বার্থে সরকারি টুইটার থেকে টুইট করে বিপাকে ট্রাম্প

তীব্র সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে তিনি হোয়াইট হাউজের সরকারি টুইটার হ্যান্ডল ব্যবহার করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির বন্ধের ঘোষণা করে চেইন শপ ‘‌নর্ডস্ট্রম’‌ কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন। পরে মার্কিন প্রেসিডেন্টের জন্যে নির্ধারিত টুইটার সরকারি অ্যাকাউন্ট ব্যবহার করেন মিস্টার ট্রাম্প। নর্ডস্ট্রমকে দোষারোপ করে তিনি লেখেন, ‘‌ইভাঙ্কার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। ’‌

হোয়াইট হাউজের সরকারি অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত টুইট করায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাট সেনেটররা ট্রাম্পের টুইটকে ‘‌অনুপযুক্ত’‌ বলে অভিহিত করেন। তাঁর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথাও উঠেছে। পেনসেলভ্যানিয়ার সেনেটর বব কেসির মুখপাত্র ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘‌একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারের স্বার্থে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে কথা বলেন, তখন সেটা শুধু লজ্জারই নয়, ভয়েরও ব্যাপার। ’‌

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে সাফাই দেয়া হয়েছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিন স্পাইসার সমালোচনাকারীদের নীতিবোধ নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‌নিজের সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বন করার মধ্যে কোনও অন্যায় নেই। এর মধ্যে যাঁরা অনৈতিকতা খুঁজছেন, তাঁরাই ভুল। ’‌‌‌‌

সূত্র: ‌আজকাল