English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:৫৭

ভিসা দিতে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইবে যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক
ভিসা দিতে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইবে যুক্তরাষ্ট্র!

ব্যাকগ্রাউন্ড দেখতে ভবিষ্যতে ভিসা প্রার্থীদের কাছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড চাইতে পারে মার্কিন দূতাবাসগুলো।

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী জন কেলি এ কথা বলেন।

কেলি বলেন, যে দেশগুলো নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেসব দেশের প্রার্থীদের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

এক্ষেত্রে সাত মুসলিম অধ্যুষিত দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলে যোগ করেন তিনি।

তিনি বলেন, আমরা তাদের ভালোভাবে জানতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর পাসওয়ার্ড চাইতে পারি।

তিনি আরও বলেন, এক্ষেত্রে তারা সহযোগিতা করতে না চাইলে তাদের যুক্তরাষ্ট্রে আসার দরকার নেই।