English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:২০

ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিলঃ মুসলিমদের আমেরিকা প্রবেশে আর কোন বাঁধা নেই

অনলাইন ডেস্ক
ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিলঃ মুসলিমদের আমেরিকা প্রবেশে আর কোন বাঁধা নেই

গত শুক্রবার সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের ও শরণার্থীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিচারকের নির্দেশে ট্রাম্পের এই ঘোষণা বাতিল হতে চলেছে বলে জানা গেছে।

এই সাতটি দেশের নাগরিকদের যেসমস্ত ভিসা প্রত্যাহার করা হয়েছিল তাঁদের পুনরায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র।

তিনি জানিয়েছেন প্রায় ৬০ হাজার ভিসা ট্রাম্পের নির্দেশ অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল। গতকাল অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বিচারক রবার্ট জেমস ট্রাম্পের এই নিষেধাজ্ঞাকে বাতিল করেন। এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প বিচারককে টুইটারে আক্রমণ করে বলেন যে বিচারকের এই মতামত হাস্যকর।

এরপর তিনি বলেন, “যদি একটি দেশ সুরক্ষা ও নিরাপত্তার জন্য দেশের ভিতর কারা প্রবেশ করছে বা করছে না তা দেখতে পারে না- তাহলে এটি সমস্যার”।

যাদের কাছে বৈধ ভিসা আছে তারা আগের মতই যাতায়াত করতে পারবে বলেও বিচারক জানিয়ে দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত যথেষ্ট তথ্য নির্ভর ছিল না বলেই, তাঁর নিষেধাজ্ঞাকে ভাঙতে হল বলে জানিয়েছেন বিচারক রবার্ট জেমস্‌।

মুসলমান ও শরণার্থী বিরোধী নিষেধাজ্ঞার কথা ঘোষণার পরই সারা বিশ্বের মানুষ ট্রাম্পকে ঘিরে সমালোচনা শুরু করে। নিষিদ্ধ সাতটি দেশের মধ্যে ছিল ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ও ইয়েমেন। ট্রাম্পের এই নিষেধাজ্ঞাকে অনেকেই অসাংবিধানিক বলে মনে করেছিলেন।

সমস্ত সমালোচনাকে তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ট্রাম্প।কিন্তু অবশেষে তাঁর শরণার্থী ও সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা বাতিল হল।