English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৯

গোসলে দেরি করায় ছেলেকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
গোসলে দেরি করায় ছেলেকে পিটিয়ে হত্যা

গোসল করতে দেরি করায় বাবার হাতে শিশু ছেলে খুন হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়, দুপুর ২টার দিকে মাতাল অবস্থায় বাড়ি ফেরেন পেশায় লরির খালাসি সুব্রত রায়। বাড়ি ফিরে জানতে পারেন, তখনও গোসল করেনি ৭ বছর বয়সী ছেলে সুজন। কেন গোসল হয়নি, সেই প্রশ্ন তুলে সুজনকে উঠোনে জমা করা পাথরকুচির উপর ফেলে পেটে ও বুকে লাথি মারতে শুরু করেন বাবা।

মৃতের মামা বিপ্লব শিকদারের জানান, মাতাল অবস্থায় এসে নিজের ছেলেকে মেরেছে অভিযুক্ত। বিকেলের দিকে সুজন অসুস্থ হয়ে পড়লে তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।

সুজনের দাদি আরতি রায় জানান, তার ছেলের জন্যই নাতি মারা গিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পরিবারের অভিযোগ, মাতাল অবস্থায় প্রায়ই ছেলেকে মারধর করতেন ওই ব্যক্তি। শুক্রবার তা চরমে ওঠে। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সপ্তম শ্রেণির ওই ছাত্র। পুলিশ গ্রেফতার করেছে বাবাকে। এবিপি আনন্দ।