English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০১

দিল্লিতে বসেই নাশকতার ছক, পাকিস্তানি আইএসআই হ্যান্ডলারদের পাকড়াও এটিএস-এর

৩ জনকে জেরা করা হচ্ছে
অনলাইন ডেস্ক
দিল্লিতে বসেই নাশকতার ছক, পাকিস্তানি আইএসআই হ্যান্ডলারদের পাকড়াও এটিএস-এর

ভারতে চর ঢুকিয়ে নাশকতা ছড়াতে চাইছে পাকিস্তান l এরকম বহু তথ্য বার বারই সামনে এসেছে l তাই নিয়ে হয়েছে জোর জল্পনাও l কিন্তু, এবার সেই জল্পনা মাত্রাটা আরও বেড়ে গেল দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই চাঁইয়ের খোঁজ পাওয়ায় l

সূত্রের খবর, দিল্লির পঞ্জাবি বাগ এলাকায় সম্প্রতি তল্লাশি চালায় এটিএস l সেখানকারই একটি সংস্থা থেকে বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয় l পাশপাশি সেখান থেকে গ্রেফতার করা হয় সন্দেহভাজন ৩ জনকে l দিল্লিতে বসেই ওই ৩ জন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ চালাচ্ছিল বলে খবর l (আরও দেখুন : সার্ক নিয়ে ভারতের চালে ‘ঘাম’ ছুটছে পাকিস্তানের)

জানা যাচ্ছে, দিল্লির ওই এলাকায় বসে পাকিস্তানেই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করত ওই ৩ জন l সুযোগ বুঝে ভারতের বিভিন্ন শহরে কীভাবে হামলা চালানো যায়, সে বিষয়েই পরিকল্পনা করছিল ওই পাকিস্তানি গুপ্তচর সংস্থার ৩ হ্যান্ডলার l গুলশন সেন, শ্যাম বাবু এবং শিবেন্দ্র মিশ্র নামে ওই ৩ জন দিল্লি এবং লখনউয়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে l (আরও দেখুন : আরও শক্তিশালী হচ্ছে ভারতের টি-৯০ এমএস ট্যাঙ্ক)

সূত্রের খবর, দিল্লিতে একটি বেসরকারি সংস্থা খুলে গুলশন সেন টেকনিকাল হেড-এর পদে নিযুক্ত হয়ে যায় l এবং, ওই চাকরির আড়ালেই পাকিস্তানের হয়ে কাজ করত ওই ব্যক্তি l তার কাছ থেকে প্রচুর সিম কার্ড উদ্ধার করা হয়েছে l বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন এবং ডেটা কার্ডও l শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের একাধিক সেনা চৌকিতে ফোন করে, সেখান থেকে বিভিন্ন নথি উদ্ধারের চেষ্টাও করত গুলশন l

বান্গাল্দেশ, আফগানিস্তান, নেপাল কুয়েত এবং গালফ নেশনে থাকা আইএসআই-এর চাঁইদের সঙ্গে যোগাযোগ করত ওই গুলশন l ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার খুঁটিনাতি সংগ্রহ করার মরিয়া চেষ্টা চালানো হত প্রায় সব সময়ই l আর তাকে সাহায্য করত ধৃত ওই ২ জন