English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৫:০২

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি নিয়ে প্রশ্ন তোলায় অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। 

স্যালি ইয়েটস ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে সদ্য সাবেক হওয়া বারাক ওবামার সময়কালে নিয়োগ করা হয়েছিল।

অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারী করেছিলেন সেটিকে বলবৎ না করতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের আদেশ দিয়েছিলেন মিস ইয়েটস। সেজন্য তাকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল তার দপ্তরের সাথে 'বিশ্বাসঘাতকতা' করেছেন।

এর আগে এক চিঠিতে মিস ইয়েটস বলেছিলেন, অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশ জারী করেছিলেন সেটি আইন সংগত হয়নি বলেই তার মনে হয়।

তিনি বলেছিলেন, আমি যতক্ষণ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি, ততক্ষণ পর্যন্ত জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পক্ষে কোন যুক্তি তুলে ধরবে না। হোয়াইট হাউজ বলছে, এ ধরনের অবস্থানের মাধ্যমে মিস ইয়েটস তার অফিসের সাথে 'বিশ্বাসঘাতকতা' করেছেন।