English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ০৩:০২

কুরআন তেলাওয়াত শুনলেন ট্রাম্প! ভিডিওসহ

অনলাইন ডেস্ক
কুরআন তেলাওয়াত শুনলেন ট্রাম্প! ভিডিওসহ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রধান গির্জায় পবিত্র কুরআন তেলাওয়াত শুনেছেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ম্যানিলাসহ ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরদিন গির্জায় বিভিন্ন ধর্মের প্রতিনিধির উপস্থিতিতে পবিত্র কুরআনের সূরা হুজরাত ও সূরা রূম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনান একটি মসজিদের ইমাম মোহাম্মাদ মাজেদ। পরে আয়াত গুলোর ইংরেজি অর্থ পড়ে শুনানো হয় ট্রাম্পকে।

এ অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সব মানুষের প্রতিনিধি তা তুলে ধরতেই এ অনুষ্ঠানের আয়োজন। নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি নির্বাচিত হলে মুসলমানদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন। এমন বক্তব্যে মুসলিম বিরোধী হিসেবে ট্রাম্প পরিচিতি পেয়েছেন সারা বিশ্বে। কারণ তিনি মুসলমানদের বিরুদ্ধে নানা কথা বলেছেন। 

তাদের প্রশ্ন কুরআন তেলাওয়াত শোনার পর তার মধ্যে কোনো পরিবর্তন আসবে কি-না তা-ই এখন দেখার বিষয়।