English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ২০:৩৭

‘‌পৃথিবীর সবচেয়ে অসৎ সাংবাদিকরা’‌

অনলাইন ডেস্ক
‘‌পৃথিবীর সবচেয়ে অসৎ সাংবাদিকরা’‌
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:‌ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পৃথিবীর সবচেয়ে অসৎ হলেন সাংবাদিকরা। 

তিনি আরো বললেন, তিনি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সাংবাদিকরা যেন তার পরিণাম সম্পর্কে সচেতন থাকেন। গোঁসার কারণ, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে কম লোক হয়েছে বলে প্রচার করেছেন সাংবাদিকরা। 

যা নিয়ে ট্রাম্প বলেন, ‘‌বহু লোক শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন। আপনারা দেখেছেন অনুষ্ঠান স্থল পরিপূর্ণ।’‌ তাঁর কথায়, ঘুম থেকে উঠে একটি চ্যানেল খুলে দেখি তাতে বলা হচ্ছে সভাস্থল ফাঁকা ছিল। আরও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প লোক টানতে পারেননি। সেই চ্যানেল ফাঁকা সভাস্থসল দেখিয়েছে। তাঁরা এই প্রশ্নও করেছে যে আমি কোথা থেকে আড়াই লক্ষ লোক উপস্থিত থাকার কথা বলছি?‌

সিআইএ–র সদর দপ্তর থেকে তাঁর এই ঘোষণা নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সময় থেকেই তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরও সেই জেহাদ জারি রাখলেন। আজকাল।