English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ২৩:০১

তুরস্কে নারী সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারি! (ভিডিও)

অনলাইন ডেস্ক
তুরস্কে নারী সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জাতীয় সংসদে সংবিধান পরিবর্তনের প্রতিবাদে নারী সদস্যদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বিরোধী দলের একজন নারী সংসদ সদস্য স্পিকারের মঞ্চের সামনে অবস্থান নিলে মারামারির সূত্রপাত হয়। স্বতন্ত্র ওই নারী সংসদের নাম আইলিন নাজলিয়াকা।

তিনি সংসদ অধিবেশন চলাকালে মাইক্রোফোন কেড়ে নিলে ডেপুটি স্পিকার দু’বার অধিবেশন মূলতবি করতে বাধ্য হন। পরে নাজলিয়াকাকে তার প্রতিবাদ বন্ধ করাতে ব্যর্থ হয়ে সরকারি দল ও বিরোধী দলের বেশ ক’জন নারী সংসদ সদস্যদের মধ্যে তুমলা মারামারি একে অন্যকে চড় থাপ্পড় মারতে থাকেন। এতে সরকারি দলের দুজন নারী সংসদ সদস্য আহত হলে তাদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নাজলিয়াকার কাছ থেকে মাইকোফোন কেড়ে নিতে গেলে নারী সংসদ সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি ও থাপ্পড় মারার ঘটনা শুরু হয়। এতে বহু সংখ্যক নারী সদস্য যোগ দেন এতে বেশ কয়েকজন আহত হন।

এক পর্যায়ে বিরোধী কুর্দি পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ডেপুটি স্পিকার পারভিন বুলদান ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র গোকচেন এঞ্চ নামে দুই নারী সদস্য আহত হলে হাসাপাতালে নেয়া হয়।

প্রসঙ্গত, এরদোগানের একেপি পার্টি তুরস্কে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর একটি বিল সংসদে আনে। গত কয়েকদিনে ধরে সংসদে এনিয়ে তৃতীয়বারের মত মারামারির ঘটনা ঘটল। ডেইলি মেইল।